Published : 05 Jan 2025, 11:46 PM
ঢাকার মুগদার গ্রিন মডেল টাউন এলাকায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংর্ঘষে দুই শিক্ষার্থীর প্রাণ গেছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন।
নিহতরা হলেন- আদিল আরহাম সিয়াম (১৮) ও অংশু (১৭)। সিয়াম দক্ষিণ মান্ডার মো. আকরাম হোসেনের ছেলে। অংশু একই এলাকার মো. উকিলের ছেলে।
সিয়ামের মামা আল আমিন বলেন, সে এবার এইচএসসি রেজাল্ট খারাপ করেছিল। সকালে বন্ধু অংশুর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পরে দুর্ঘটনার খবরে হাসপাতালে গিয়ে তাকে মৃত দেখতে পাই।
দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।