Published : 21 Apr 2025, 01:38 PM
রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে দ্বিতীয় ধাপে গঠিত পাঁচটি কমিশনের একটি শ্রম বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে।
সোমবার দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওই প্রতিবেদন হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার দপ্তর।
শ্রম সংস্কারের জন্য গঠিত এই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। তার নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়, যাদের কাজ ছিল শ্রম খাতে প্রয়োজনীয় সংস্কার সুপারিশ প্রণয়ন করা।
২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের হাল ধরা অন্তর্বর্তী সরকার দেশের গণতান্ত্রিক উত্তরণে রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারের উদ্যোগ নেয়।
গত অক্টোবর প্রথম ধাপে ছয়টি সংস্কার কমিশন গঠন করা হয়। এসব কমিশনের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এগুলো হচ্ছে- সংবিধান সংস্কার, বিচার বিভাগ সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার, জনপ্রশাসন সংস্কার, পুলিশ সংস্কার কমিশন ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন।
এর মধ্যে পুলিশ সংস্কার ছাড়া অন্য পাঁচ সংস্কার কমিশনের সুপারিশ বিষয়ে ঐকমত্যে পৌঁছতে ২০ মার্চ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
দ্বিতীয় ধাপে পাঁচটি কমিশন গঠন করা হয় গত ১৮ নভেম্বর, যাদের প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন হচ্ছে ৩০ এপ্রিল। ইতোমধ্যে শ্রম, নারী, স্থানীয় সরকার ও গণমাধ্যম সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিয়েছে। বাকি আছে কেবল স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রতিবেদন।