Published : 26 Jan 2023, 05:10 PM
ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রের তথ্য সুরক্ষায় উপাত্ত সুরক্ষা আইন প্রণয়ন হতে যাচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেছেন, "ডেটা প্রটেকশন অ্যাক্ট নিয়ে যখন সেমিনার হচ্ছিল- তখন বলেছিলাম, এটা কন্ট্রোল করার জন্য না, প্রটেক্ট করার জন্য। সেই নীতি অনুসারে ডেটা প্রটেকশন অ্যাক্ট হবে; সবার সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে করা হবে।"
বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে যোগ দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, "আমরা অবশ্যই এই আইনটি সংসদে নেব। যে প্রক্রিয়ায় আইন পাস হয়, সেভাবে এটা হবে; তার মানে এই নয়- যারা এটার স্টেকহোল্ডার, ডেটা সুরক্ষা আইন সম্পর্কে যাদের বক্তব্য আছে- তাদের কথা শুনব না। আমি স্পষ্ট করে আগেও বলেছি, এটা নিয়ন্ত্রণ করার জন্য না, এই সুরক্ষার জন্য। একেবারে সেই লক্ষ্য নিয়েই ডেটা সুরক্ষা আইন হবে।"
একই অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, "আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আমাদের এ ব্যাপারে নির্দেশনা দিয়ে বলেছেন, 'ডেটাই হবে নেক্সট কারেন্সি'। এটি অনেক সময় থার্ড পার্টির কাছে চলে যায়, অনেকসময় বিদেশি কোম্পানি হাতিয়ে নিয়ে যায় বা সাইবার অপরাধীরা আক্রমণ চালিয়ে তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।
“অনতিবিলম্বে আমরা ডেটা প্রটেকশন অ্যাক্ট প্রণয়নের ব্যবস্থা করছি। এরই মাঝে আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে। আশা করি, অল্প দিনের মধ্যে মন্ত্রিপরিষদ সভায় আইনটি আমরা তুলে ধরতে পারব।"
পলক বলেন, “আমাদের যে সোশাল মিডিয়া ব্যবহারকারীরা আছেন, তাদের সাইবার জগতকে নিরাপদ রাখার ব্যাপারে প্রস্তাব এসেছে। একদিকে আমরা ডিজিটাল লিটারেসির কথা বলেছি। এটাকে তৈরি করার জন্য ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সবাইকে নিয়ে আইসিটি কমিটি যেন জেলা ও উপজেলায় বৈঠক করে।
“প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল লিটারেসি, সাইবার সিকিউরিটি এবং সোশাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে ব্যাপকভাবে যেন নির্দেশনা দেওয়া হয়।”
২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ, স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি ও স্মার্ট গভর্নমেন্ট গড়ে তোলার জন্য জেলা প্রশাসকদের মৌলিক কিছু নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, "পেপারলেস অফিসকে উৎসাহিত করা, ক্যাশলেস সোসাইটি করা-এসব বিষয়ের জন্য স্মার্ট জেলা করার চ্যালেঞ্জ আমরা তাদের দিয়েছি।"