Published : 29 Jan 2024, 04:24 PM
মাথায় কংক্রিটের ব্লক পড়ে ব্যাংক কর্মকর্তা দীপু সানা ওরফে দীপান্বিতার মৃত্যুতে করা রিটে ফুটপাতে সাধারণ মানুষের চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কেন ব্যর্থ বলে ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লার বেঞ্চ এ আদেশ দেয়।
রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোস্তাফা মোশাররফ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় এবং সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ ও আনিছ উল মাওয়া আরজু।
গত ১০ জানুয়ারি মৌচাক এলাকায় ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় ওপর থেকে ইটের কংক্রিটের ব্লক মাথায় পড়ে মারা যান বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখার জড় সামগ্রী ও মনিহারি শাখার সহব্যবস্থাপক দীপু সানা।
ওই ঘটনার তদন্তে কমিটি গঠন ও ভুক্তভোগীর পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে এ রিট আবেদন করা হয়েছে।
গত বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তাফা মোশাররফ হোসেন হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন।
রিটে সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ঢাকার জেলা প্রশাসক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে বিবাদী করা হয়।
দীপু সানার মৃত্যুর ঘটনায় রমনা মডেল থানায় মামলা করেছেন তার স্বামী তরুণ কুমার বিশ্বাস।