Published : 09 May 2023, 06:22 PM
ঢাকার মগবাজার, মৌচাক ও মালিবাগ এলাকায় বুধবার দুপুরে ৩ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার তিতাসের এক জরুরি বার্তায় বলা হয়েছে, গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন ও অপসারণ কাজের জন্য বুধবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট পর্যন্ত রাস্তার উত্তর পাশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ওই সময়ে নয়াটোলা, গাবতলা, গ্রিনওয়েসহ আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে ওই বার্তায় উল্লেখ করা হয়েছে।