Published : 16 Jan 2023, 01:15 PM
ঢাকার কাকরাইলে কভার্ডভ্যানের ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।
রোববার রাত ২টার দিকে কাকরাইল স্কাউট ভবনের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত শহীদুল ইসলাম (৪০) মোটরসাইকেলে যাত্রী পরিবহনের কাজ করতেন। স্ত্রী-সন্তানকে নিয়ে বাসাবোর ‘হক আবাসিক সোসাইটিতে' তিনি থাকতেন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের রাজনগরে।
শহীদুল কাজ শেষে রাতে বাসায় ফিরছিলেন জানিয়ে পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন, “পথে স্কাউট ভবনের সামনের রাস্তায় একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাকে।“
ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শহীদুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী কভার্ডভ্যানটি খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।