Published : 31 Aug 2023, 09:39 AM
রাজধানীর আগারগাঁও ক্রসিংয়ে আগুন লেগে পুড়ে গেছে একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস।
বৃহস্পতিবার সকালে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালিদ বিন রশিদ।
তিনি বলেন, “সকাল সাড়ে ৭টার দিকে আগারগাঁও সিগনালে পলমল গ্রুপের একটি স্টাফ বাসে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নেভায়।”
বাসটির চালক দেলোয়ার হোসেন জানান, আগারগাঁও সিগনালে বাস থামানোর পর ধোঁয়া দেখে ইঞ্জিনের ঢাকনা খুললে দাউ দাউ আগুন জ্বলতে দেখেন তারা। এরপর বাস থেকে লাফিয়ে নেমে পড়েন।
চালক আর হেলপার ছাড়া বাসে তখন কোনো যাত্রী ছিল না। টাটা আল্ট্রা এসি মিনিবাসটি পোশাক কারখানার কর্মকর্তাদের পরিবহনে ব্যবহার করা হচ্ছিল বলে জানান দেলোয়ার।
এদিকে বাসে আগুন লেগে যাওয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আগারগাঁও সিগনাল পর্যন্ত লিংক রোডের একপাশ বন্ধ করে দেওয়া হয়। এতে বিপাকে পড়েন সকালবেলায় অফিস ও শিশুদের নিয়ে স্কুলে যাওয়া লোকজন।