Published : 14 Aug 2023, 10:46 AM
ঢাকার জুরাইনে রান্নাঘরের গ্যাসের আগুনে এক পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন, তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার রাতে জুরাইন মাদবর বাজার সলিমুল্লাহ রোডের একটি চারতলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান।
দগ্ধরা হলেন- আলতাফ সিকদার (৭০), তার স্ত্রী মর্জিনা বেগম (৫০), মেয়ে মুক্তা খাতুন (৩০), তার স্বামী আতাহার (৩৫) এবং তাদের ৫ বছর বয়সী মেয়ে আফসানা।
তাদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বার্ন ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, আতাহারের শরীরের ৫৫ শতাংশ, মুক্তার শরীরের ৪৫ শতাংশ এবং তাদের মেয়ে আফসানার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে; তাদের অবস্থা আশঙ্কাজনক।
অন্য দু্ই জনের মধ্যে মর্জিনার শরীরের ৫ শতাংশ এবং আলতাফ সিকদারের ২ শতাংশ পুড়েছে।
দগ্ধ আলতাফ সিকদারের শ্যালক মো. মাহাবুব জানান, জুরাইন মাদবর বাজার সলিমুল্লাহ রোডের মান্নান মাস্টারের চারতলা বাড়ির নিচ তলায় তার বোনের পরিবার ভাড়া থাকে। তার ভগ্নিপতি আলতাফ সিকদার হকারি করেন।
"আমি যতটুকু শুনছি, রাত ২টার দিকে আমার ভাগ্নি মুক্তা তরকারি গরম করতে রান্নাঘরে যায়। চুলা জ্বালাতে দেশালাই ধরাতেই বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে তারা দগ্ধ হয়। খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে রাতেই হাসপাতালে নিয়ে যাই।"
মুক্তা এক সপ্তাহ আগে তার স্বামী-সন্তান নিয়ে বাবার বাসায় বেড়াতে গিয়েছিলেন বলে জানান মাহাবুব।
তিনি বলেন, ওই এলাকায় দিনের বেশিরভাগ সময় রান্নাঘরের চুলায় গ্যাসের চাপ থাকে না। রাতে গ্যাস চাপ বাড়ে বলে রান্নাবান্নার কাজ রাতেই সেরে রাখতেন তারা।