Published : 13 Jul 2016, 07:48 AM
এটি একটি গুদারাঘাট, নারায়নগঞ্জ সিটিকর্পোরেশনের চেয়ারম্যান ডাঃ সেলিনা হায়াৎ আইভির উপহার, চৌরাপাড়া গুদারাঘাট। কেউ বলে লক্ষনখোলা গুদারাঘাট। এই গুদারাঘাট নারায়নগঞ্জ সিটিকর্পোরেশন পূর্বপাড়। যা বন্দর থানাথীন সোমবাড়িয়া বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত। আগে ছিল বাঁশ-মূলির বাঁধা সাঁকোর মত, এখন ইট-সিমেন্টের তৈরি পাকাঘাট।