Published : 22 Nov 2011, 01:14 PM
বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম পুরুষ হুমায়ূন আহমেদ সুদূর যুক্তরাষ্ট্রে লড়ছেন দুরারোগ্য ক্যানসারের সাথে। আমারা চাই আমাদের সবার প্রিয় হুমায়ূন স্যার আবার ফিরে আসুক আমাদের কাছে, সমৃদ্ধ করুক আমাদের শিল্প সাহিত্যকে। আমরা তার আরোগ্য কামনা করি। গল্পকবিতার পক্ষ থেকে অন্যপ্রকাশের তত্ত্বাবধানে আমাদের প্রিয় লেখকের আরোগ্য কামনার বার্তা সহ উপহার দেওয়া হবে একটি ই-বুক। ই-বুকটির জন্য হুমায়ূন আহমেদ এর উপর ২০০ শব্দের মধ্যে লেখা আহ্বান করা হচ্ছে। বাছাইকৃত ২৫ টি লেখা নিয়ে তৈরি হবে সংকলনটি। লেখা জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর ২০১১
আপনার লেখা [email protected]
অথবা
টেকনোবিডি ওয়েব সল্যুশন (প্রা:) লি:,
বাড়ী #১৮, সড়ক #২,
তৃতীয় তলা, মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর,ঢাকা – ১২০৭, বাংলাদেশ – ঠিকানায় পাঠাতে পারেন।