Published : 02 Feb 2025, 05:25 PM
বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১১০তম জন্মদিন উপলক্ষ্যে আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার কালনী নদীর তীরে উজানধল গ্রামে অনুষ্ঠিত হবে ‘শাহ আবদুল করিম লোক উৎসব ২০২৫’।
শাহ আবদুল করিম পরিষদ আয়োজিত এই উৎসবে এবারও সহযোগিতায় থাকছে মোবাইল ফোনের আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।
রোববার বিকাশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, উৎসবের বিস্তারিত তুলে ধরতে শনিবার সুনামগঞ্জ শহরে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে শাহ আবদুল করিম পরিষদ।
সেখানে উৎসবের বিস্তারিত তুলে ধরেন পরিষদের সভাপতি ও শাহ আবদুল করিমের ছেলে শাহ নুর জালাল।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দুই দিনব্যাপী অনুষ্ঠানে দেশ-বিদেশের লোকজন থাকবেন। উৎসবে বাউল সম্রাটের জীবনের নানা দিক নিয়ে আলোচনার পাশাপাশি সংগীত পরিবেশনও করা হবে।
বিকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়, দিরাইয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া কালনী নদীর পাড়ে থেকে শাহ আবদুল করিম কেবল গানকে আঁকড়ে ধরেই জীবন কাটিয়েছেন। মনের গভীর থেকে উঠে আসা মাটির সুরে সাদাসিধে কথা আর উপমা বসিয়ে এখানে বসেই তিনি তৈরি করেছেন অসংখ্য কালজয়ী বাউলগান।
বাংলা লোকগানের এই বাউল সম্রাটের স্মরণে ২০০৬ সাল থেকে আয়োজিত হচ্ছে এই উৎসব, যেখানে গেল বছরও সহায়তা করে বিকাশ।