Published : 11 Dec 2023, 09:27 PM
নারী উদ্যোক্তাদের মাঝে ডিজটাল ঋণ সম্প্রসারণ এবং ব্যাংকিং ব্যবস্থায় কুটির, মাঝারি ও ক্ষুদ্র উদ্যোগ সম্প্রসারণে (সিএমএসই) ১৪ লাখ ৬০ হাজার ডলার বিদেশি অনুদান পেয়েছে ব্র্যাক ব্যাংক।
সোমবার ব্র্যাক ব্যাংক জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ অনুদান হিসেবে এই অর্থ দিচ্ছে, যা ব্যাংকের আর্থিক-অন্তর্ভুক্তি কার্যক্রম সম্প্রসারণে ব্যবহার করা হবে।
শর্ত অনুযায়ী নির্দিষ্ট খাতে ঋণ দিতে এ অর্থ কাজে লাগাবে ব্র্যাক ব্যাংক।
ব্র্যাক ব্যাংক বলছে, সব শ্রেণির ও অঞ্চলের জনগোষ্ঠীর কাছে এ ঋণ সেবা পৌঁছে দিতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হবে। ইতোমধ্যে 'আস্থা' ডিজিটাল ব্যাংকিং অ্যাপ এবং 'সাফল্য' নামে স্মার্ট ফাইন্যান্সিং পদ্ধতি চালু হয়েছে।
ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, “এই ফান্ডটি আমাদের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির উদ্যোগগুলোকে আরও বেশি সম্প্রসারিত করতে অনুপ্রাণিত করবে। আরও তৃণমূল নারী ও সিএমএসই উদ্যোক্তাদের ব্যাংকিং সেবার আওতায় আনা যাবে। নারীবান্ধব ব্যাংকিংয়ের জন্য নিদিষ্ট কর্মসূচি ‘তারা’ এবং ডিজিটাল ব্যাংকিং সেবাগুলোকে কাজে লাগাব।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আব্দুল মোমেন বলেন, “তহবিলের আকার হচ্ছে ১ দশমিক ৪৬ মিলিয়ন ডলার। কার্যক্রম শুরু করতে ইতোমধ্যে কিছু অর্থ পেয়েছে ব্র্যাক ব্যাংক। প্রতি জুন ও ডিসেম্বর মাসে মূল্যায়ন ভিত্তিতে ধাপে ধাপে পুরো অর্থ আসবে তিন বছরে।”
নারী ক্ষমতায়নে ভূমিকা রাখতেই ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ এককালীন এই অর্থ বাংলাদেশে দিচ্ছে জানান এই কর্মকর্তা।
এই অর্থ থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পরিমাণের ঋণ ডিজিটাল মাধ্যমে দেওয়ার পরিকল্পনা করেছে ব্যাংকটি। জামানতবিহীন ঋণ দিতে ডিজিটাল ঋণ অ্যাপ্লিকেশন 'সাফল্য' ব্যবহার করে স্বল্প পরিমাণের ঋণের সংখ্যা বাড়ানোর কথা বলছে তারা।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর. এফ. হোসেন বলেন, “সামাজিক ক্ষমতায়ন এবং নারীদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার জন্য আমরা সবসময় ব্যাংকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের অনুপ্রেরণা অনুসরণ করি। বিশ্বব্যাপী স্বনামধন্য প্রতিষ্ঠানের এই অনুদান আমাদের অন্তর্ভুক্তিমূলক উদ্যোগগুলোকে আরও সম্প্রসারিত করতে এবং তৃণমূল পর্যায়ে পৌঁছাতে সাহায্য করবে।
“এই তহবিলটি ক্ষুদ্র ব্যবসার উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের পাশাপাশি ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি উদ্যোগের মাধ্যমে নারী গ্রাহকদের ডিজিটাল লেনদেন বাড়ানোর জন্য ব্যবহার করা হবে।”