Published : 21 Mar 2025, 03:53 PM
বিদ্যুৎ বিপর্যয়ের কারণে লন্ডনের হিথ্রো বিমানবন্দর বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট মাঝ পথ থেকে ঢাকায় ফিরে এসেছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম শুক্রবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা-লন্ডন-ঢাকা রুটের উড়োজাহাজটি সকাল ৮টা ৪২ মিনিটে যাত্রা শুরু করে।
“সকাল ৯টা ৬ মিনিটে ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে সকাল ১০টা ৪৬ মিনিটে রওনা হয় লন্ডনের উদ্দেশে। কিন্তু হিথ্রো বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সেটি দুপুর পৌনে ২টায় শাহজালাল বিমানবন্দরে ফেরত আসে।”
কামরুল ইসলাম বলেন, ঢাকায় অবতরণের পর যাত্রীদের একটি হোটেলে রাখার ব্যবস্থা করা হয়। লন্ডনের ওই ফ্লাইটে পাইলট ও কেবিন ক্রুসহ ২৬৭ জন আরোহী রয়েছেন।
বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের কারণে শুক্রবার সারাদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় হিথ্রো বিমানবন্দর।
বিবিসি খবর দিয়েছে, বিমানবন্দর সংলগ্ন একটি বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
হিথ্রো কর্তৃপক্ষ বলেছে, ওই কেন্দ্র থেকেই বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হত। ফলে
অগ্নিকাণ্ডের পর বিমানবন্দরে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
হিথ্রোর একজন মুখপাত্র বলেন, “বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কত সময় লাগবে তা আমরা এ মুহূর্তে বলতে পারছি না। তবে পরিস্থিতি সামাল দিতে আমাদের কর্মীরা কঠোর পরিশ্রম করছেন।”
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লন্ডনের স্টেশন ম্যানেজারের বরাত দিয়ে কামরুল ইসলাম বলেন, “সেখানকার ব্যবস্থাপক হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। সেখান থেকে ক্লিয়ারেন্স পেলেই যাত্রা শুরু হবে।”
বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লন্ডনে যে ফ্লাইট যাচ্ছিল, সেটা মাঝপথ থেকে ফেরত এসেছে। কারণ সেখানে ফ্লাইট ওঠা-নামা এখন বন্ধ। পরিস্থিতি ঠিক হলে আমরা আবার যাত্রা শুরু করব।"
আরও পড়ুন
বিদ্যুৎ বিপর্যয়ে বন্ধ লন্ডনের হিথ্রো বিমানবন্দর