Published : 25 May 2025, 12:22 PM
তেল বিক্রির কমিশন বাড়ানোসহ দশ দফা দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ পেট্রোল পাম্প বন্ধ রয়েছে।
বাংলাদেশ পেট্রোলপাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের ডাকে রোববার সকাল ৬টা থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে, যা বেলা দুইটা পর্যন্ত চলবে বলে পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান জানিয়েছেন।
গত ১১ মে পরিষদের এক সংবাদ সম্মেলনে ২৫ মে কর্মবিরতি পালনের এই ঘোষণা দেওয়া হয়েছিল।
সে অনুযায়ী ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন, পরিবহন ও বিপণন বন্ধ রাখা হয়েছে। তবে হজ ফ্লাইট ও আন্তর্জাতিক ফ্লাইট সচল রাখার জন্য উড়োজাহাজের তেল পরিবহন চালু রয়েছে।
আর পেট্রোল পাম্পগুলো কেবল অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও পুলিশের গাড়িতে তেল সরবরাহ করতে পারবে।
পরিষদের দাবিগুলো হল–
বাংলাদেশ পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন মিলে এই ঐক্য পরিষদ গঠিত।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন রোববার সকালে একটি বৈঠক ডেকেছে। সেই আলোচনায় অগ্রগতির ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন পরিষদের নেতারা।
পুরনো খবর