Published : 04 Jun 2024, 06:16 PM
ঈদ উপলক্ষে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডার গ্রোসারি ডার্কস্টোর প্যান্ডামার্ট নিয়ে এসেছে ‘ঈদ বাজার ক্যাম্পেইন’।
এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটায় পাবেন ৮০ শতাংশ পর্যন্ত ছাড়।
মঙ্গলবার ফুডপান্ডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ জুন থেকে শুরু হওয়া এই বিশেষ ক্যাম্পেইনটি চলবে ঈদের দিন পর্যন্ত।
এতে আরো বলা হয়, দৈনন্দিন ব্যবহার্য বিভিন্ন উপকরণ, মসলা, প্রসাধনী ও রান্নার সহায়ক পণ্যতে ৫০ শতাংশ পর্যন্ত এবং সব ধরনের কোমল পানীতে ৩০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
এছাড়া গ্রাহকরা ঈদ বাজার ক্যাম্পেইনের আওতায় তাজা ফলমূল ও সবজি, দুগ্ধজাত পণ্য, বিভিন্ন ব্র্যান্ডের রন্ধন ও পরিচ্ছন্নতা সামগ্রীতে মূল্যছাড় পাবেন।
ঈদ কেনাকাটায় এর সঙ্গে আরো থাকছে একটি কিনলে একটি ফ্রি ও বান্ডেল অফার।
প্যান্ডামার্টে প্রথমবার কেনাকাটা করছেন এমন গ্রাহকরা ‘TRYPANDA’ প্রোমো কোড ব্যবহার করে পাবেন ১০০ টাকা বিশেষ ছাড়।