Published : 19 Aug 2024, 08:21 PM
দেশের বেসরকারি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের গ্রাহকদের জন্য ‘বিশেষ মূল্য ছাড়’ দিচ্ছে মধ্যপ্রাচ্যভিত্তিক উড়োজাহাজ সংস্থা কাতার এয়ারওয়েজ।
ঢাকার গুলশানে স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে বলে সোমবার ব্যাংকটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
চুক্তি অনুযায়ী কাতার এয়ারওয়েজ ‘প্রিভিলেজ ক্লাবের’ সদস্যরা টিকিটের মূল মূল্যের ওপর ১২ শতাংশ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কার্ডধারী গ্রাহকরা ৮ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।
সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার নাসের এজাজ বিজয়, এমডি ও হেড অফ করপোরেট কাভারেজ এনামুল হক এবং কাতার এয়ারওয়েজের বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ এল ইমাম উপস্থিত ছিলেন।