Published : 27 Jan 2025, 02:09 PM
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ‘ফ্যামিলি স্পোর্টস ডে’ অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সামারা ভিলেজে শুক্রবার ‘ফ্যামিলি স্পোর্টস ডে’ আয়োজিত হয়েছে বলে প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সেখানে রূপসী প্ল্যান্ট, আধুরিয়া ডিপো ও ঢাকা অফিসের কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “উৎসবটি কর্মস্থলের ব্যস্ততা থেকে সাময়িক বিরতি এনে সকলের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও আনন্দ ভাগাভাগি করার একটি দারুণ সুযোগ তৈরি করে।”