Published : 02 Jun 2024, 05:37 PM
মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ কিনে এবার ১০ লাখ টাকা ক্যাশব্যাক পেয়েছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার হযরত আলী।
শুক্রবার বিকালে বগুড়ার শান্তাহার রোডের জে কে কলেজ গেইট এলাকায় মার্সেলের ডিস্ট্রিবিউটর শোরুমে তার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয় বলে মার্সেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী চলছে মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০। ক্যাম্পেইনে দেশের যেকোনো শোরুম থেকে মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন বা ফ্যান কিনলে ১০ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার রয়েছে। এছাড়া লাখ টাকার নিশ্চিত উপহারও পাওয়া যাবে বলেও জানিয়েছে মার্সেল।
গত ১৫ মে মার্সেলের ২১৩ লিটারের ফ্রিজ কিনে মোবাইলে ১০ লাখ টাকার ক্যাশব্যাক এসএমএস পেয়েছিলেন হযরত। দুই সপ্তাহ পর মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান ও মামনুন হাসান ইমন তার হাতে চেক তুলে দেন। হযরতের আগে এই অফার পেয়েছিলেন ফেনীর গৃহিণী ঝর্না বেগম।
মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমিন খান বলেন, “দেশেই আন্তর্জাতিক মানের পণ্য তৈরি করছে মার্সেল। আমাদের সবারই দেশীয় ব্র্যান্ডের পণ্য কেনা ও ব্যবহার করা উচিৎ।”
মার্সেলের হেড অব বিজনেস মতিউর রহমান, মার্সেল নর্থ জোনের ইনচার্জ কুদরত-ই-খোদা সফওয়ান, মার্সেল ফ্রিজের প্রোডাক্ট ম্যানেজার শহীদুল ইসলাম, ব্র্র্যান্ড ম্যানেজার মুস্তাফিজুর রহমান চেক হস্তান্তরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।