Published : 28 May 2024, 07:02 PM
চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০ এর আওতায় কিস্তিতে ওয়ালটন ফ্রিজ কিনে একজন ক্রেতা জিতেছেন ১০ লাখ টাকা।
সোমবার ডেমরায় এমএস টাওয়ারে ওয়ালটন প্লাজায় এক অনুষ্ঠানে হালিমা আক্তারের হাতে উপহারের টাকার চেক তুলে দেওয়া হয় বলে কোম্পানিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা ফ্যান কিনলে ক্রেতাদের ‘ননস্টপ মিলিয়নিয়ার’ হওয়ার সুবিধা দিচ্ছে ওয়ালটন। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ।
অনুষ্ঠানে বিজয়ীর হাতে চেক তুলে দেন চিত্রনায়ক ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।
ডেমরা থানার পরিদর্শক সুব্রত পোদ্দার, এসআই মো. মাজহার, ওয়ালটনের চিফ ডিভিশনাল অফিসার ইমরোজ হায়দার খান, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার জাকির হোসেন, রিজিওনাল সেলস ম্যানেজার আবু নাসের প্রধান, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মিজানুর রহমান, ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড ম্যানেজার মুস্তাফিজুর রহমান ও ওয়ালটন প্লাজা ম্যানেজার মেহেদি হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।