Published : 01 Jul 2025, 11:22 PM
চলতি মাসের ৪ থেকে ৮ জুলাই (রোববার থেকে বৃহস্পতিবার) পর্যন্ত পাঁচ দিন রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
ডেটা সেন্টার ‘স্থানান্তরের’ জন্য এ সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ‘অফসাইট সুপারভিশন’ বিভাগ থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। দেশের সবকটি ব্যাংকের শীর্ষ নির্বাহীর কাছে এ চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, “ডেটা সেন্টার নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে স্থানান্তরের লক্ষ্যে আগামী ৪ থেকে ৮ জুলাই পর্যন্ত সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে রূপালী ব্যাংক পিএলসির আবেদনে সম্মতি জ্ঞাপন করা হয়েছে।”