Published : 17 Nov 2022, 08:18 PM
বাজারে খাদ্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে এবার ওএমএসের আটার দাম কেজিতে ছয় টাকা করে বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার খাদ্য অধিদপ্তরে পাঠানো খাদ্য মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, আগামী রোববার থেকে নতুন দরে বিক্রি হবে ওএমএসের খোল ও প্যাকেট আটা।
নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্প মূল্যে খোলা বাজারে এ কর্মসূচির আওতায় চাল ও আটা বিক্রি করে থাকে খাদ্য অধিদপ্তর।
নতুন দর অনুযায়ী, প্রতিকেজি খোলা আটা বিক্রি হবে ২৪ টাকা দরে, যা এতদিন ১৮ টাকা করে বিক্রি হচ্ছিল। দুই কেজির প্যাকেট আটা বিক্রি হবে ৫৫ টাকায়, যা এতদিন ৪৬ টাকায় বিক্রি হচ্ছিল।
তালিকাভুক্ত ডিলার ও ট্রাক সেলের মাধ্যমে আটা ও চাল বিক্রি করে খাদ্য অধিদপ্তর।
সেখানে প্রতিকেজি চাল ৩০ টাকা ও প্রতিকেজি আটা ১৮ টাকা করে এতদিন বিক্রি হচ্ছিল। আটার দাম বাড়ানো হলেও চালের দাম অপরিবর্তিত আছে।
টিসিবির হিসাবে, বাজারে এখন মোটা চালের দাম কেজিপ্রতি ৪৬ থেকে ৫২ টাকা। আর খোলা আটা প্রতিকেজি ৬০ টাকা থেকে ৬২ টাকায় বিক্রি হচ্ছে।