Published : 16 Oct 2022, 01:42 AM
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে স্যাভলন বাংলাদেশ জিঙ্গেলভিত্তিক ভিডিও ক্যাম্পেইন শুরু করেছে।
হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'সুরক্ষিত থাকতে যদি চাও এক হও, হাত ধোও, স্যাভলন- এর সাথে’ জিঙ্গেলটির তালে তালে হাতের সুরক্ষার কথা বলতে ভিডিওটিতে তৈরি করা হয়েছে। এতে বিভিন্ন পেশায় নিয়োজিত ভিন্ন ভিন্ন হাত ও তাদের হাত ধোয়ার মুহূর্ত দেখানো হয়েছে।
এটির সঙ্গে সন্তানের হাত ধোয়ার ভিডিও শেয়ার করে নির্বাচিত প্রতিযোগীরা বাইসাইকেল জিতে নিতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।