Published : 06 Jan 2025, 04:44 PM
বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) ৫০ বছরে পা রেখেছে।
এ উপলক্ষে রোববার গুলশানে গ্রুপের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিল্প গ্রুপটি।
এতে বলা হয়, বর্ষপূর্তি উপলক্ষ্যে এমজিআইর কর্মকর্তা ও কর্মচারীরা বিশেষ টি শার্ট পরেন, গ্রুপের বিভিন্ন কার্যালয়, ফ্যাক্টরি ও ডিপোতে বিশেষ সাজসজ্জা, তোরণ ও ফটোবুথ তৈরি করা হয়।
এছাড়া দেশের বিভিন্ন বিলবোর্ডে ৫০ বর্ষপূর্তির বিশেষ বার্তা প্রচার করা হয়।
প্রধান কার্যালয়ের অনুষ্ঠানে এমজিআই গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল বলেন, “এমজিআইর প্রতিটি পদক্ষেপে আমাদের লক্ষ্য থাকে দেশের অর্থনীতিতে অবদান রাখা এবং কর্মসংস্থান সৃষ্টি করা।
“আস্থা ও গুণগত মানের প্রতীক হিসেবে, মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত করার প্রচেষ্টায় পাশে থাকতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।”