Published : 01 Jun 2025, 01:27 AM
তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ নির্বাচনে ফোরাম প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে।
পরিচালনা পর্ষদের ৩৫টি পরিচালক পদের মধ্যে ৩১টিতে জয়ী হয় মাহমুদ হাসান খানের নেতৃত্বাধীন ফোরাম। বিপরীতে সম্মিলিত পরিষদ জিতেছে চার পরিচালক পদে।
দিনভর ভোটগ্রহণ শেষে শনিবার মধ্যরাতে ঢাকার র্যাডিসন হোটেলে ফলাফল ঘোষণা করা হয়।
এতে করে সব ঠিক থাকলে ফোরাম প্যানেলের নেতা ও রাইজিং ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান আগামী দুই বছর বিজিএমইএর নেতৃত্ব দিতে যাচ্ছেন। তিনি নির্বাচনে মোট এক হাজার ১৪৯টি ভোট পেয়ে জয়ী হয়েছেন।
নির্বাচন বোর্ডের তথ্য বলছে, সম্মিলিত জোটের প্যানেল লিডার আবুল কালাম ৬৬৬ ভোট পেয়ে পরিচালক পদে নির্বাচিত হন। এ প্যানেলের প্রার্থী সংগঠনের সাবেক সভাপতি ফারুক হাসান ৮১৩ ভোট পেয়ে পরিচালক পদে বিজয়ী হন।
ফোরাম থেকে বিজয়ীরা
এ জোট থেকে ঢাকার ২৬ পরিচালক পদের মধ্যে ২৪ জন জয়ী হন।
তারা হলেন- শাহ রাঈদ চৌধুরী, মিজানুর রহমান, মোহাম্মদ আব্দুর রহিম ফিরোজ, ফয়সাল সামাদ, ইনামুল হক খান, ভিদিয়া অমৃত খান, হাসিব উদ্দিন, রেজোয়ান সেলিম, মোহাম্মদ আব্দুস সালাম, শিহাব উদ্দোজা চৌধুরী, নাফিস উদ দৌলা, সুমাইয়া ইসলাম রোজালিন, ফাহিমা আক্তার, মজুমদার আরিফুর রহমান, আনোয়ার হোসেন চৌধুরী, শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, কাজী মিজানুর রহমান, মোহাম্মদ হোসনে কমার আলম, এ বি এম শামছুদ্দিন, আসেফ কামাল পাশা, রশিদ আহমেদ হোসাইনী, রুমানা রশীদ, মোহাম্মদ সোহেল ও সামিহা আজিম।
ঢাকায় একটি পদে সম্মিলিত পরিষদের ফারুক হাসান জয়ী হন।
অপরদিকে চট্টগ্রাম অঞ্চলের ৯টি পদের মধ্যে ৬টিতে জয়ী ফোরাম প্যানেলের নির্বাচিতরা হলেন- চট্টগ্রামের প্যানেল লিডার সেলিম রহমান। তিনি এক হাজার ৫৮ ভোট পান। অন্যরা হলেন- এম মহিউদ্দিন চৌধুরী, সাকিফ আহমেদ সালাম, মোহাম্মদ সাইফ উল্যাহ মানসুর, মোহাম্মদ রফিক চৌধুরী ও এনামুল আজিজ চৌধুরী।
এ অঞ্চলে বাকি তিনটি পদে নির্বাচিত হন সম্মিলিত পরিষদের সৈয়দ মোহাম্মদ তানভীর, এস এম আবু তৈয়ব ও রাকিবুল আলম চৌধুরী।
শনিবার ঢাকা ও চট্টগ্রামে তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় এ সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়।
এবার নির্বাচনে ৩৫ পরিচালক পদে তিনটি প্যানেলে ৭৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
রাত ১টার কিছু আগে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইকবালের উপস্থিতিতে গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের সদস্য সৈয়দ আফজাল হোসেন। এসময় অপর সদস্য আশরাফ আহমেদ উপস্থিত ছিলেন।
জয়ী প্যানেলের প্রার্থী ফয়সাল আহমেদও ফল ঘোষণার সময়ে একই টেবিলে উপস্থিত ছিলেন। এর আগে ভোট গণনার পুরো কার্যক্রম বড় পর্দায় দেখানোর পাশাপাশি কোনো প্রার্থীর প্রাপ্ত ভোট কত তাও প্রচার করা হয়।
নির্বাচন বোর্ডের বড় পর্দায় দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা কেন্দ্রে ভোট দিয়েছেন ১ হাজার ৩৭৭ জন। ভোটের হার ৮৮ দশমিক ২১ শতাংশ। মোট ভোটার ১ হাজার ৫৬৪ জন।
অপরদিকে চট্টগ্রাম কেন্দ্রে ভোট পড়ে ২৫৪টি বা ৮৩ দশমিক ৮৩ শতাংশ। এ কেন্দ্রে ভোটার ৩০৩ জন।
বিজয়ী পরিচালকরা প্রথম সভায় বিজিএমইএ সভাপতি, সহসভাপতিসহ অন্যান্য দায়িত্ব নির্ধারণ করবেন।
এবার ভোটে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। সম্মিলিত জোট, ফোরাম প্যানেল ও ঐক্যজোট পরিষদ।
আগামী ২ জুন প্রথম সভা বসার সূচি রয়েছে বিজয়ী পরিচালকদের। অধিকাংশ পরিচালক পদে তাদের প্যানেলের প্রার্থীরা বিজয়ী হওয়ায় সব কিছু ঠিক থাকলে মাহমুদ হাসানের বিজিএমইএ সভাপতি হওয়ার পথে বাধা থাকল না।