Published : 07 Jul 2023, 12:48 AM
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক (২০২৩-২০২৫) নির্বাচনে শতাধিক ব্যবসায়ী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তাতে এবারের নির্বাচন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার আশা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
তবে নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই পরবর্তী সভাপতি হিসাবে ঐকান্তিক সমর্থন দিয়ে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মাহবুবুল আলমের নাম ঘোষণা করেছেন সাবেক সভাপতিরা।
তফসিল অনুযায়ী, আগামী ৩১ জুলাই সাধারণ সদস্যদের ভোটে নির্বাচিত পরিচালকরা ২ অগাস্ট ভোটের মাধ্যমে তাদের মধ্য থেকে একজন সভাপতি, একজন জ্যেষ্ঠ সহ-সভাপতি ও ছয়জন সহ-সভাপতি ঠিক করার কথা।
এফবিসিসিআই দুই বছর মেয়াদি বর্তমান পরিচালনা পর্ষদ দায়িত্ব নিয়েছিল ২০২১ সালের ৯ মে। সেবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ৪৬টি পরিচালক পদের জন্য মাত্র ৪৬ জন প্রার্থী অবশিষ্ট থাকায় নির্বাচন কার্যত প্রতিদ্বন্দ্বিতাহীন হয়ে পড়েছিল।
তবে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মো. শামছুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার নির্বাচনের বিষয়টি শতভাগ নিশ্চিত বলতে পারেন। ইতোমধ্যেই চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে শতাধিক ব্যক্তি মনোনয়নপত্র জমা দিয়েছেন।”
গতবারের মতো এবারের নির্বাচনেও চেম্বার গ্রুপ থেকে ২৩ জন এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হয়ে আসবেন। আর চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে সরকার মনোনীত সদস্য থাকবেন ১৭ জন করে ৩৪ জন; যদিও বর্তমান পর্ষদে মনোনীত পরিচালক পদের সংখ্যা ৩২টি। মোট ৮০ জন পরিচালক নিয়ে আগামী পর্ষদ গঠন করা হবে।
বৃহস্পতিবার শামছুল আলম বলেন, “গতকাল পর্যন্ত সময়ে বসে আমরা প্রার্থীদের সব কিছু ঠিকঠাক করেছি। এখন কেউ ঋণ খেলাপি কি না, কর খেলাপি কি না তা জানতে সংশ্লিষ্ট দপ্তরে তথ্য চেয়ে পাঠানো হয়েছে। ১০ তারিখের মধ্যে এসব তথ্য আসবে। তারপর আমরা বসে ঠিক করব এবং প্রার্থীদের নাম ঘোষণা করব।
“আমরা তালিকা প্রকাশ করার পরও আপিল করার সুযোগ থাকবে। সেই আপিল চূড়ান্ত করে আমরা চূড়ান্ত প্রার্থী তালিকা ঠিক করব। ১৮ তারিখে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। মোট কথা, ভোট হওয়ার বিষয়টি এবার শতভাগ নিশ্চিত। গত দুই বার সমস্যা ছিল। মহামারী ছিল। কিন্তু সূচি অনুযায়ী নতুন নেতৃত্ব এসেছে।”
নির্বাচন পরিচালনা কমিটি থেকে জানানো হয়, চেম্বার গ্রুপ থেকে ৪৬৯ জন এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৯৯০ জন এবার ভোটার হয়েছেন।
এদিকে আগামী ১৫ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রায় পাঁচ হাজার ব্যবসায়ীর অংশগ্রহণে ব্যবসায়ী সম্মেলন হতে যাচ্ছে বলে বেশ কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য রাখার কথা।
গত ১১ মে এফবিসিসিআই পরিচালনা পর্ষদের নির্বাচন ২০২৩-২০২৫ এর তফসিল ঘোষণা হয়। তফসিল অনুযায়ী, এফবিসিসিআই পরিচালনা পর্ষদ এর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জুলাই। ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ করা হবে।
এফবিসিসিআইয়ের ২০২৩-২০২৫ মেয়াদের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সাবেক সভাপতি এ মতিন চৌধুরী। কমিটির অন্য দুই সদস্য হলেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মো. শামছুল আলম এবং অগ্রণী ব্যংকের পরিচালক কে এম এন মঞ্জুরুল হক।
আরও পড়ুন