Published : 26 Jan 2025, 07:12 PM
ডাচ-বাংলা ব্যাংক পিএলসির ব্যবস্থাপক সম্মেলন হয়ে গেল ঢাকায়।
রোববার ব্যাংকটি এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, গত ২৫ ও ২৬ জানুয়ারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিনের সভাপতিত্বে এ সম্মেলন হয়।
সম্মেলনে আগের বছরের কার্যক্রম পর্যালোচনা করে ২০২৫ সালের ব্যবসার লক্ষ্যমাত্রা অর্জনে কৌশল নির্ধারণ করা হয়।
ব্যাংকের ২৪২টি শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন এ সম্মেলনে। এছাড়া ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, সিএফও এবং প্রধান কার্যালয়ের নির্বাহী, বিভাগীয় প্রধানগণ এবং ক্লাস্টার প্রধানরা উপস্থিত ছিলেন।
২০২৫ সালের ব্যাংকের ব্যবসার লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরে আবুল কাশেম মো. শিরিন বলেন, “যে সব শাখা-ব্যবস্থাপকগণ ২০২৪ সালের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেননি, তারা ২০২৫ সালের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবেন।”
বিগত বছরের লক্ষ্যমাত্রা অর্জনকারী শাখা-ব্যবস্থাপক ও সহকর্মীদের অভিনন্দন জানান তিনি।
অন-লাইন ব্যাংকিং নেটওয়ার্ক-ফাস্ট ট্র্যাক, এটিএম, রকেট, এজেন্ট ব্যাংকিং, পিওএস টার্মিনাল, কিউআর কোড এবং নেক্সাস পে নেটওয়ার্ক কাজে লাগিয়ে ব্যাংকের ব্যবসা বৃদ্ধি করতে আরো মনোযোগী হওয়ার জন্য তিনি শাখা ব্যবস্থাপকদের প্রতি আহ্বান জানান।