Published : 05 Jun 2024, 06:54 PM
ঈদুল আজহা উপলক্ষে নতুন ৬০ রকমের রেফ্রিজারেটর বাজারে এনেছে ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড ভিশন।
নরসিংদীর ডাঙ্গায় আরএফএল ইলেকট্রনিক্সের কারখানায় বুধবার এক অনুষ্ঠানে মডেলগুলো উন্মোচন করা হয় বলে ভিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল নতুন রেফ্রিজারেটর উন্মোচন করে বলেন, “এগুলোতে ইতালিয়ান প্রযুক্তি, ফুড গ্রেড উপাদান, শতভাগ কপার কন্ডেনসার ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গ্যাসকেট ব্যবহার করা হয়েছে।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ভিশন ফ্রিজ ৬৫ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পারবে। এছাড়া সিএফসি মুক্ত পরিবেশবান্ধব আর ৬০০এ রেফ্রিজারেন্ট গ্যাস ব্যবহার করায় ওজোন স্তর বা পরিবেশের কোনো ক্ষতি হবে না।
“ভিশনের রেফ্রিজারেটর কিনলে ৫ বছরের বিক্রয়োত্তর সেবা এবং ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি পাবেন ক্রেতারা। রেফ্রিজারেটর কিনতে তিন থেকে ১২ মাস পর্যন্ত কিস্তি ও ইএমআই সুবিধা পাওয়া যাবে। তবে ইএমআইতে ফ্রিজ কিনতে হলে নির্দিষ্ট ২৭টি ব্যাংকের যেকোনো একটির ক্রেডিট কার্ড থাকতে হবে। এছাড়া ঈদ উপলক্ষে অনলাইনে ভিশন রেফ্রিজারেটর কিনলে মিলবে ১০ শতাংশ ছাড় এবং আকর্ষণীয় গিফট বক্স পাওয়া যাবে।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “ক্রেতাদের চাহিদা বিবেচনায় ভিশনের ৩০০ মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজার বাজারে পাওয়া যাচ্ছে। এ পণ্যগুলো ক্রেতারা ২৮ হাজার ৯০০ টাকা থেকে ৭৪ হাজার ৯০০ টাকার মধ্যে কিনতে পারবেন। ভিশন এম্পোরিয়াম ও ভিশন এক্সক্লুসিভের যেকোনো শোরুম থেকে ফ্রিজ কিনলেই ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে।”
আরএফএল ইলেকট্রনিক্সের বিপণন প্রধান মোহিত চক্রবর্তী, সহকারী জেনারেল ম্যানেজার (অপারেশন) রাজন আলী ও সহকারী ব্র্যান্ড ম্যানেজার রিফাত হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।