Published : 18 Nov 2024, 12:11 AM
বেনাপোল স্থলবন্দরে নতুন কার্গো টার্মিনাল স্থাপনের পর আমদানি-রপ্তানি কার্যক্রমে গতিশীলতা আনতে এবার সেখানে বসেছে ভ্রাম্যমাণ কন্টেইনার স্ক্যানার।
জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর সম্প্রতি এ স্ক্যানার বসানোর তথ্য রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
পাশাপাশি দেশের বৃহত্তম এ স্থলবন্দরে স্থায়ী কন্টেইনার স্ক্যানার স্থাপনের পদক্ষেপ নেওয়ার কথাও বলেছে সংস্থাটি।
বেনাপোল বন্দরে গত ১৪ নভেম্বর নতুন নির্মিত কার্গো টার্মিনাল উদ্বোধন ও পরিদর্শনের সময় নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন সেখানে স্ক্যানার স্থাপনের নির্দেশনা দেন। এর প্রেক্ষিতে এ পদক্ষেপ নেয় রাজস্ব আদায়ের প্রধান এ সংস্থা।
এনবিআর জানায়, স্থায়ী কন্টেইনার স্ক্যানার স্থাপন সময় সাপেক্ষ হওয়ায় অস্থায়ীভাবে একটি ভ্রাম্যমাণ স্ক্যানার স্থাপন করা হয়েছে।
এর ফলে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে গতিশীলতা নিশ্চিত হবে এবং ব্যবসায়ীরা দ্রুততম সময়ের মধ্যে তাদের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন বলে আশা প্রকাশ করেছে সংস্থাটি।
বাণিজ্য সহজ, পণ্য খালাসের সময় কমানো ও আমদানি-রপ্তানির সময় চোরাচালান বন্ধে বাংলাদেশ কাস্টমস দেশের বিভিন্ন বন্দর ও ল্যান্ড কাস্টমস স্টেশনে ফিক্সড কন্টেইনার স্ক্যানার ও মোবাইল কন্টেইনারসহ বিভিন্ন প্রকার যন্ত্র ব্যবহার করা হয়।
নতুন চালু হওয়া এ টার্মিনালে এক হাজার ২০০ থেকে এক হাজার ৫০০ পণ্যবাহী ট্রাক রাখার জায়গা রয়েছে। ফলে দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে, সীমান্ত বাণিজ্য ও রাজস্ব আয় বাড়বে বলে মনে করেন বন্দর কর্তৃপক্ষ।
৩২৯ কোটি টাকা ব্যয়ে এ টার্মিনালের নির্মাণ কাজ শেষ হয়েছে বলে এই প্রকল্পের পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান আলি জানান।
কলকাতার সঙ্গে সড়ক ও রেলপথের যোগাযোগ সহজ হওয়ায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে সীমান্ত বাণিজ্য বেড়েছে বহুগুণ।
ফলে পাল্লা দিয়ে বেড়ে যায় পণ্য পরিবহনে ভোগান্তি। আর এই সংকট থেকে উত্তরণে ও স্থলবন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য বেনাপোলে কার্গো ভেহিকেল টার্মিনাল নির্মাণ করা হয়েছে বলে জানান বন্দর ব্যবহারকারীরা।
বেনাপোলে চালু কার্গো ভেহিকেল টার্মিনাল, ভোগান্তি কমে বাণিজ্য বাড়ার আশা