Published : 01 Jun 2025, 11:15 PM
এবার ২, ৫, ১০, ১০০, ২০০ ও ৫০০ টাকার নোটের নতুন নকশা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার রাতে বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন নকশাগুলো উন্মোচন করা হয়।
এসব নোট কবে বাজারে ছাড়া হবে, তা পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংক জানিয়ে দেবে।
এসব নোটে গভর্নর আহসান এইচ মনসুরের সই রয়েছে। ৫০০ টাকার নোটে এক পিঠে কেন্দ্রীয় শহীদ মিনার আর অপর পিঠে রয়েছে সুপ্রিম কোর্টের ছবি।
২০০ টাকার নোটের এক পিঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা, অপর পিঠে জুলাই গণঅভ্যুত্থানের সময়ে আঁকা ‘গ্রাফিতি-২০২৪’ স্থান পেয়েছে।
১০০ টাকার নোটে এক পিঠে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ; অপর পিঠে সুন্দরবনের ছবি দেওয়া আছে।
এক পিঠে বায়তুল মোকারোম ও অপর পিঠে জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা একটি গ্রাফিতি রয়েছে ১০ টাকার নোটে।
৫ টাকার নোটে এক পিঠে ঢাকার তারা মসজিদ এবং অপর পিঠে রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের সময়কার ‘গ্রাফিতি-২০২৪’।
২ টাকার নোটের একদিকে রয়েছে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ; অপর পিঠে মিরপুরের শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধের ছবি দেওয়া রয়েছে।
বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য' শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকা মূল্যমান ব্যাংক নোট এবং ৫ ও ২ টাকা মূল্যমান কারেন্সি নোটের ডিজাইন উন্মোচন করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
কেমন হল বঙ্গবন্ধুর ছবি ছাড়া নতুন নোট
বৃহস্পতিবার বাজারে তিনটি নোট ছাড়ার সংবাদ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। সেদিন ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোটের ডিজাইন প্রকাশ করা হয়। সেই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল রোববার থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোতে এসব টাকা বিতরণ করা হবে।
রোববার সকালে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ১১ টি ব্যাংকের মাধ্যেম নতুন নোট বিতরণ করা হবে। গ্রাহকরা সোমবার থেকে এসব নতুন নোট সেসব ব্যাংক থেকে নিতে পারবেন। রোববার সব বাণিজ্যিক ব্যাংকে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
ইদের আগে ১১টি ব্যাংকের মাধ্যমে ২০০ কোটি টাকার নতুন নোট দেওয়া হবে।
কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নতুন নকশার নোটগুলো মিলবে সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, পূবালী, উত্তরা, ডাচ-বাংলা, ইসলামী, আল আরাফাহ ইসলামী, ব্র্যাক ও ইস্টার্ন ব্যাংকে।