Published : 10 May 2025, 10:21 PM
এক যুগ পরে সরাসরি ভোটে পোশাক রপ্তানিকারকদের সংগঠন পরিচালক পদে মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন ‘প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স’ প্যানেল জয়ী হয়েছে।
শনিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বিকেএমইএ ঢাকা ও নারায়ণগঞ্জ কার্যালয়ে ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।
এবারের নির্বাচনে ৩৫টি পরিচালক পদে ৩৮ জন প্রার্থী অংশ নেন। এর মধ্যে ‘প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স’ প্যানেল থেকেই অংশ নেন ৩৫ জন।
দুই বছর মেয়াদী পর্ষদের সভাপতি, নির্বাহী সভাপতি, সাত সহ-সভাপতি ও পরিচালক পদের নির্বাচন করা হবে। কে কোন দায়িত্বে আসছেন তা ঠিক করা হবে পর্ষদ প্রথম সভায়।
সভাপতি, নির্বাহী সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি, ছয় সহসভাপতি, ঢাকা ও নারায়ণগঞ্জ মিলিয়ে ২০ পরিচালক, চট্টগ্রাম অঞ্চল থেকে ৬ পরিচালক পর্ষদে আসবে।
তবে পর্ষদের সভা কবে হবে তা জানাননি পর্ষদের বর্তমানের কেউ।
পোশাক কারখানা মালিকদের অন্যতম অন্যতম সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) বর্তমান পর্ষদের সভাপতি মোহাম্মদ হাতেম। প্যানেল নেতা হওয়ায় আগামী মেয়াদেও নেতৃত্বে থাকছেন তিনি।
হাতেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংগঠন ও সদস্যদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করে যাবো। আমরা চাই ব্যবসার খরচ কমাতে। সেই চেষ্টাটা করবো, এজন্য সকলের সহযোগিতা লাগবে, তা চাই।’’
সবশেষ ২০১২ সালে সরাসরি ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর বিনাভোটে পর্ষদ নির্বাচন হয়ে আসছিল এবং সভাপতি ছিলেন নারায়ণগঞ্জের শামীম ওসমানের ভাই একেএম সেলিম ওসমান।
গত ৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর অন্যান্য ব্যবসায়িক সংগঠনের মত এ সংগঠনেও পরিবর্তন আসে। ব্যবসায়ী ও সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান পদত্যাগ করলে ২৫ অগাস্ট পর্ষদ সভায় সভাপতির দায়িত্ব দেওয়া হাতেমকে, তিনি ওই পর্ষদের নির্বাহী সভাপতি ছিলেন।
সব শেষে ২০২৩-২৫ মেয়াদের জন্য গত বছরের জুলাইতে সপ্তম বারের মত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিকেএমইএর সভাপতি হয়েছিলেন সেলিম ওসমান।
বিকেএমইএ এর এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডকমকে বলেন, আগামী ২০২৫–২৭ মেয়াদে পরিচালনা পর্ষদের নির্বাচনে ঢাকা ও নারায়ণগঞ্জ মিলিয়ে মোট ভোট পড়ে ৪৩১টি। এর মধ্যে ২৩টি ভোট বাতিল করা হয়েছে।
নির্বাচনে ৫৭২ ভোটারের মধ্যে নারায়ণগঞ্জে ২৭২, ঢাকায় ২২৪ ও চট্টগ্রামে ৭৬ জন ছিলেন।
পরিচালক পদে মোহাম্মদ হাতেম ঢাকার কেন্দ্রে ২১৭ ও নারায়ণগঞ্জ কেন্দ্র থেকে ১৮৬ মিলিয়ে মোট ভোট পান ৪০৩টি।
মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন প্যানেলের সদস্যরা হলেন- মনসুর আহমেদ, ফজলে শামীম এহসান, সামসুজ্জামান, অমল পোদ্দার, মোরশেদ সারোয়ার, মোহাম্মদ রাশেদ, আশিকুর রহমান ও জামাল উদ্দিন মিয়া।
রয়েছেন খন্দকার সাইফুল ইসলাম, রতন কুমার সাহা, নন্দ দুলাল সাহা, আব্দুল হান্নান, ইঞ্জিনিয়ার ইমরান কাদের তুর্য, ফকির কামরুজ্জামান নাহিদ, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মিনহাজুল হক, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রিপন, মোহাম্মদ নজরুল ইসলাম।
এছাড়াও গাওহার সিরাজ জামিল, আহমেদ নূর ফয়সাল, মোহাম্মদ শামসুল আজম, ফওজুল ইমরান খান, মোহাম্মদ সেলিম, আহসান খান চৌধুরী, শাহরিয়ার সাইদ, রাজীব চৌধুরী, মহসিন রাব্বানি, সালাহ উদ্দিন আহমেদ, মনিরুজ্জামান, এম. ইসফাক আহসান, মামুনুর রশিদ, রাকিব সোবহান মিয়া, আব্দুল বারেক ও মোহাম্মদ ইয়াসিন।