Published : 24 Feb 2025, 05:26 PM
রাজধানীর গুলশান-১ নম্বর এলাকায় নতুন শাখা চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ‘মিরর’।
সোমবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি মিররের একাদশ শাখা।
এফবিসিসিআইয়ের পরিচালক ফখরুস সালেহীন নাহিয়ান, মিররের চেয়ারম্যান আশিকুর রহমান আসিফ, ব্যবস্থাপনা পরিচালক মাইনুল ইসলাম সোহেল, সহযোগী কে এম রাশিদুল হাসান, অর্থ পরিচালক মো. শাহাদাত হোসাইন, নির্বাহী পরিচালক মো. নাহিদুর রহমান ও মোশারফ হোসাইন মজুমদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়া কেয়ার নিউট্রেশন বাংলাদেশের এমডি আলী আমজাদ হোসাইন, কুমিল্লা ফোরামের সভাপতি মু. মাইন উদ্দিন সোহাগ, বাংলাফুডের চেয়ারম্যান মু. হাবিবুর রহমান মজুমদার, পারফরম্যান্স অটো’র ম্যানেজিং পার্টনার এম রায়হান হাসান উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।