Published : 04 Feb 2025, 07:36 PM
শিল্পগোষ্ঠী সিটি গ্রুপের রূপসী ফুডস কনফেকশনারি বাজারে এনেছে তাদের প্রথম চুইংগাম ‘টুটি টুইস্ট’।
মঙ্গলবার ঢাকার একটি রিসোর্টে বিক্রয় প্রতিনিধিদের সম্মেলনে পণ্যটির বিস্তারিত তুলে ধরা হয় বলে সিটি গ্রুপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ইউরোপিয়ান টেকনোলজি, রেসিপি ও উপাদানে আন্তর্জাতিক মান বজায় রেখে তৈরি হয়েছে চুইংগামটি। এতে রয়েছে টুটি ফ্রুটি ফ্লেভার আর কুলনেসের ম্যাজিকাল কম্বিনেশন।”
রূপসী ফুডস লিমিটেড কনফেকশনারি যাত্রা শুরু হয় ২০২২ সালে। মিন্ট ফ্লেভারে মিন্টি, কফির স্বাদে কফিটপি, ক্যারামেল ও মাখনের স্বাদে ফিল-ও, ক্যারামেলোসহ ভোগ্যপণ্যে কোম্পানিটির আরও আটটি ব্র্যান্ড রয়েছে।
সিটি গ্রুপের প্ল্যানিং ও বিজনেস ডেভেলপমেন্ট পরিচালক মোহাম্মদ ইমরান উদ্দিন, রূপসী ফুডস কনফেকশনারির পরিচালক আবু জাফর মোহাম্মদ নঈম, ডেপুটি জেনারেল ম্যানেজার (কনফেকশনারি) কাজী মামুনুর রশীদ বিক্রয় প্রতিনিধিদের সম্মেলনে উপস্থিত ছিলেন।