Published : 26 Aug 2023, 06:20 PM
ঢাকার কুড়িলে যমুনা ফিউচার পার্কের লেভেল ফোরে একটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ বিক্রয়কেন্দ্র চালু করেছে টেকনো।
শুক্রবার বিক্রয়কেন্দ্রটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান ও টেক ইউটিউবার আশিকুর রহমান তুষার বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।
অনুষ্ঠানে আইস্মার্টইউ টেকনোলোজি বাংলাদেশের সিইও রেজওয়ানুল হক বলেন, “ক্রেতাদের সুবিধার কথা চিন্তা করে প্রিমিয়াম ডিজাইন, প্রিমিয়াম এক্সপেরিয়েন্স এবং আরও ভালো সার্ভিস দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা টেকনোর প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্টোর এই মার্কেটে চালু করলাম। এখানে গ্রাহকরা আমাদের উদ্ভাবনী পণ্যগুলো পরখ করতে পারবে।”
নতুন এ কেন্দ্র চালু উপলক্ষে গ্রাহকদের জন্য টেকনো ক্যামন ২০ সিরিজ এবং স্পার্ক ১০ সিরিজসহ টেকনোর সর্বশেষ স্মার্টফোন কিনলে আকর্ষণীয় পুরস্কার ঘোষণার কথা জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। পাশাপাশি প্রতিটি কেনাকাটায় গ্রাহকদের সাপ্তাহিক পুরস্কার জেতার সুযোগও রয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুরস্কারের মধ্যে রয়েছে ব্লকবাস্টার মুভি টিকিট অথবা সি পার্ল বিচ রিসোর্ট ও স্পা কক্সবাজারে দম্পতির ভ্রমণের সুযোগ অথবা এয়ার অ্যাস্ট্রার সৌজন্যে ঢাকা-কক্সবাজার উড়োজাহাজের টিকিট।
এছাড়া রানার বোল্ট ১৬৫আর বাইক জেতার সুযোগ রয়েছে মাসব্যাপ এই উদযাপনে।