Published : 20 Dec 2023, 06:58 PM
ইসলামী ব্যাংক বাংলাদেশ ২০২২-২৩ করবর্ষে ব্যাংক খাতে শীর্ষ করদাতার পুরস্কার পেয়েছে।
বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ট্যাক্স কার্ড ও সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।
ইসলামী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মু. রহমাতুল মুনিম ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং উপ ব্যবস্থাপনা পরিচালক মো. আকিজ উদ্দীনের কাছে ক্রেস্ট ও সনদ হস্তান্তর করেন।
অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, এনবিআর সদস্য সৈয়দ মোহাম্মদ আবু দাউদ ও ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. ফরিদ উদ্দীন অন্যান্য কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।