Published : 06 Oct 2024, 04:16 PM
প্রাতিষ্ঠানিক সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠার স্বীকৃতি হিসেবে ইনস্টিটিউট অব চাটার্ড সেক্রেটারিজ অব বাংলাদশ (আইসিএসবি) পুরস্কার পেয়েছে পুঁজিবাজারে প্রাণ-আরএফএল গ্রুপের তালিকাভুক্ত প্রতিষ্ঠান অ্যাগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটড (এএমসিএল-প্রাণ)।
রাজধানীর একটি হোটেলে আইসিএসবি অ্যাওয়ার্ড-২০২৩ দেওয়া হয় শনিবার সন্ধ্যায়।
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছ থেকে খাদ্য ও আনুষাঙ্গিক খাতের জন্য সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট নেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (করপোরেট ফ্যাইনান্স) উজমা চৌধুরী।
উজমা চৌধুরী বলেন, “দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে বেসরকারি খাত সবসময় অগ্রণী ভূমিকা রাখছে। প্রাণ-আরএফএল গ্রুপ চেষ্টা করছে কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে। এ ধরনের পুরস্কার আমাদের আরও অনুপ্রেরণা যোগাবে।”
প্রাতিষ্ঠানিক সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছ প্রাতিষ্ঠানিক সংস্কৃতি প্রতিষ্ঠায় এদিন পুঁজিবাজারের তালিকাভুক্ত ১৪টি খাতের ৪১টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করছে আইসিএসবি।
অর্থ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুজ্জামান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এসময় উপস্থিত ছিলেন।