Published : 04 Feb 2025, 06:29 PM
চট্টগ্রামে বেসরকারি প্রিমিয়ার ব্যাংক পিএলসির স্থানান্তরিত কদমতলী শাখা, চুনা ফ্যাক্টরি উপশাখা এবং আগ্রাবাদ এটিএম উদ্বোধন করা হয়েছে।
প্রিমিয়ার ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এসব কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী, শামসুদ্দিন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) সৈয়দ আবুল হাশেম, ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগ প্রধান মো. তারেক উদ্দিন এবং আগ্রাবাদ শাখার প্রধান কিশলয় সেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ীরা।
ডবলমুরিং পাঠানটুলীর রাজা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় কদমতলী শাখা, পাহাড়তলীর নয়াবাজারে এসকেএফ সেন্টারের দ্বিতীয় তলায় চুনা ফ্যাক্টরি উপশাখা ও আগ্রাবাদের একাত্তর টাওয়ারের দ্বিতীয় তলায় এটিএম সেবা দেওয়া হচ্ছে।