Published : 09 Apr 2025, 01:31 PM
চলমান বিনিয়োগ সম্মেলনের কথা বিবেচনা করে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি এক সপ্তাহ পর করার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
এক ফেইসবুকে পোস্টে তিনি বলেছেন, "এমন বিবেচনার জন্য বিনীতভাবে আয়োজকদের অনুরোধ করি। এক সপ্তাহের মধ্যে ফিলিস্তিন বিষয়টি কোনোভাবেই হারিয়ে যাবে না।"
গাজায় ইসরায়েলি আগ্রাসন ও ফিলিস্তিনিদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদে আগামী শনিবার ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি ডেকেছে 'প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ' নামের একটি সংগঠন। শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এই পদযাত্রা চলবে।
আর সোমবার ঢাকায় শুরু হয়েছে চারদিনব্যাপী বিনিয়োগ সম্মেলন, চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এরপর শুক্রবার থেকে রোববার পর্যন্ত বিনিয়োগকারীরা বিভিন্ন কোম্পানি, ইপিজেড স্পেশাল ইপিজেড হাইটেক পার্ক ও বিভিন্ন স্টার্টআপ পরিদর্শন করবেন।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এই মুহূর্তে বাংলাদেশে প্রায় ৫০টি দেশের ৬০০ জনের বেশি প্রত্যক্ষ বিনিয়োগকারী অবস্থান করছেন।
"যেহেতু ফিলিস্তিন আমাদের অন্তরে অত্যন্ত সংবেদনশীল জায়গা দখল করে আছে, আমার ধারণা এই মার্চে লক্ষ লক্ষ লোক হবে। আমরা এই প্রতিবাদ সমাবেশের মহৎ উদ্দেশ্যকে সম্মান করি।
"তথাপি একটা কথা বলতে চাই, আমাদের সম্মিলিত প্রতিবাদের অডিয়েন্স মূলত আন্তর্জাতিক রাজনীতি, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতি নয়।"