Published : 07 Jan 2025, 05:28 PM
বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটনের তৈরি এসি বিক্রি হচ্ছে আফ্রিকার দেশ ক্যামেরুনে।
এরই মধ্যে বাংলাদেশ থেকে এসির প্রথম চালান ক্যামেরুনে পাঠানো হয়েছে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ওয়ালটন।
ক্যামেরুনের একটি ইলেকট্রনিক্স ব্র্যান্ডের মাধ্যমে দেশটির বাজারে ওয়ালটন এসির বিপণন ও বিক্রি হবে।
ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা’ গ্লোবাল ব্র্যান্ড হয়ে উঠতে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার উন্নত দেশগুলোতে ব্যবসা সম্প্রসারণে কাজ করছে ওয়ালটন।
“এরই ধারাবাহিকতায় মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনে ওয়ালটন এসির বাজার সম্প্রসারণ করা হয়েছে। আফ্রিকান অঞ্চলে ক্যামেরুন খুবই সম্ভাবনাময় এক বাজার। ক্যামেরুনে এসি রপ্তানির মাধ্যমে মধ্য আফ্রিকার অন্যান্য দেশেও ওয়ালটনের এসিসহ অন্যান্য পণ্যের ব্যাপক বাজার সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হয়েছে।”
ওয়ালটনের গ্লোবাল বিজনেস শাখার ভাইস-প্রেসিডেন্ট আব্দুর রউফ বলেন, “সর্বাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী ডিজাইন, আন্তর্জাতিক মান এবং মূল্য প্রতিযোগিতা সক্ষমতায় বৈশ্বিক বাজারে অন্যান্য ব্র্যান্ডের চেয়ে এগিয়ে রয়েছে ওয়ালটন এসি।
“ফলে বিশ্বের বিভিন্ন দেশে ওয়ালটন ব্র্যান্ডের এসি অতি অল্প সময়ের মধ্যে ক্রেতাদের আস্থা অর্জন করে নিতে সক্ষম হচ্ছে। এরই প্রেক্ষিতে আফ্রিকাসহ বিশ্বের উন্নত দেশগুলোতে প্রতিনিয়ত সম্প্রসারণ হচ্ছে ওয়ালটন এসির ব্র্যান্ড বিজনেস।”