Published : 24 Dec 2024, 05:49 PM
রিহ্যাব ফেয়ারে অ্যাপার্টমেন্ট ও অফিস স্পেস বুকিং দেওয়ার ক্ষেত্রে বিশেষ ছাড় পাচ্ছেন অ্যাসিওর গ্রুপের ক্রেতারা।
মঙ্গলবার গ্রুপটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, রিহ্যাব ফেয়ারে তাদের স্টল নম্বর সিএল-১৬। স্টল ঘুরে দেখে ক্রেতারা অফারের সুযোগ নিতে পারবেন। এ ছাড়া কক্সবাজার বা মানিকগঞ্জের ডেরা রিসোর্ট অ্যান্ড স্পাতে দুই রাত ‘ফ্রি কাপল ট্যুরের’ সুযোগও রয়েছে।
আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোমবার থেকে শুরু হয়েছে রিহ্যাব ফেয়ার, যা চলবে শুক্রবার পর্যন্ত। এতে সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে রিয়েল এস্টেট কোম্পানি অ্যাসিওর গ্রুপ।