Published : 09 Dec 2023, 10:32 PM
পেশাদার ও শৌখিন সেরা ইন্টেরিয়র ডিজাইনারদের পুরস্কৃত করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।
‘বার্জার অ্যাওয়ার্ডস ফর ইন্টেরিয়র ডিজাইন ২০২৩’ প্রতিযোগিতায় সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
শনিবার বার্জারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশাদার শ্রেণিতে ‘পিএম জি আর্ট গ্যালারির’ জন্য মাহমুদুল আনোয়ার রিয়াদ, মামুন মোর্শেদ চৌধুরী ও ড্যানিয়েল হক পুরস্কৃত হয়েছেন।
‘অচন রিটেল’ প্রজেক্টে মোহাম্মদ রাকিবুল হাসান, নুসরাত কবির ও ‘মঙ্গলালোক’ প্রজেক্টের জন্য মানিফা রেহনুমা পুরস্কৃত হয়েছেন।
‘শৌখিন’ শ্রেণিতে ‘পাইনউড ক্যাফে’ প্রজেক্টে হারুন সুলতান পুরস্কার পেয়েছেন। এছাড়া ফাহিম বিন ফারুক মাশফি, সারা মাহবুবকেও পুরস্কৃত করা হয়েছে।
ঢাকার একটি হোটেলে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে এক লাখ টাকা, সনদপত্র ও ট্রফি তুলে দেওয়া হয়।
বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, “ইন্টেরিয়র ডিজাইনারদেরও স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিতে পারাটা বার্জারের জন্য অত্যন্ত সম্মানের। যেভাবে দেশসেরা এবং উদীয়মান ডিজাইনাররা প্রতিযোগিতায় তাদের প্রতিভা মেলে ধরেছেন, তাতে বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন সেক্টর যে অত্যন্ত সম্ভাবনাময়, তা নিয়ে আমার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে।”
বিচারকমণ্ডলীর উপদেষ্টা স্থপতি জালাল আহমদ বলেন, “আন্তর্জাতিক অঙ্গনে আমাদের স্থপতিরা বিভিন্ন সময় দেশের জন্য সম্মান বয়ে এনেছেন। একইভাবে সম্ভাবনাময় ইন্টেরিয়র ডিজাইন সেক্টরেও বাংলাদেশের অনেক বড় কিছু করার সক্ষমতা রয়েছে।”
অনুষ্ঠানে স্থপতিদের মধ্যে এহসান খান, তানিয়া করিম, আসিফ এম আহসানুল হক, আবিদ হাসান নূর ও সৈয়দা তুহিন আরা করিম উপস্থিত ছিলেন।