Published : 16 Mar 2025, 03:06 PM
ঢাকায় পথচারী ও চালকদের মাঝে ইফতারি বিতরণ করার কথা জানিয়েছে বেকারি ব্র্যান্ড ‘অল টাইম'।
শাহবাগ, মতিঝিল, মহাখালী, যাত্রাবাড়ী, বনানী, ফার্মগেটসহ ৩০টি স্থানে নিয়মিতভাবে এ কার্যক্রম চলছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, এই ইফতারিতে থাকছে খেজুর, প্রাণ ড্রিংকিং ওয়াটার, অল টাইমের পাউরুটি, কেকসহ বিভিন্ন বেকারি পণ্য।
অল টাইমের মহাব্যবস্থাপক (বাজারজাতকরণ) আহাম্মদ আলী হাসান বলেন, “যানজট ছাড়াও দৈনন্দিন নানাবিধ ব্যস্ততার কারণে অনেক রোজাদারকে ইফতারের মুহূর্ত সড়কে কাটাতে হচ্ছে।
“এ সময় রোজাদারদের স্বস্তি দিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আমরা ইফতার সামগ্রী বিতরণ করছি।”
হাসান বলেন, “সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা এ উদ্যোগ নিয়েছি। ইফতারের ঠিক আগের মুহূর্তে আমাদের প্রতিনিধিরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বুথের মাধ্যমে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছে।
“আবার গণপরিবহণে গিয়েও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে।”