Published : 17 Dec 2022, 07:02 PM
দেশের বেসরকারি বাণিজ্যিক প্রিমিয়ার ব্যাংকের সঙ্গে মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি বিকাশের সমন্বিত লেনদেন সেবা চালু হয়েছে।
এর ফলে ব্যাংকের গ্রাহকরা কোনো খরচ ছাড়াই তাৎক্ষণিক বিকাশ অ্যাকাউন্টে ‘অ্যাড মানি’ বা টাকা আনতে পারবেন। পাশাপাশি বিকাশ থেকে প্রিমিয়ার ব্যাংকে নিজের অ্যাকাউন্টসহ একাধিক অ্যাকাউন্টে টাকা লেনদেন করতে পারছেন গ্রাহকরা।
শনিবার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, বৃহস্পতিবার এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধনের সময় প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের হেড অব রিটেইল ব্যাংকিংয়ের সিনিয়র এক্সিকিউটিভ ও ভাইস প্রেসিডেন্ট ইমতিয়াজ উদ্দিন এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ নিজ নিজ কোম্পানির চুক্তিপত্র হস্তান্তর করেন।
এ সেবা চালুর ফলে ব্যাংকে না গিয়ে প্রিমিয়ার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়াসহ ডিপিএস, ঋণের কিস্তি ইত্যাদি নানাবিধ সেবা ‘বিকাশ টু ব্যাংক’ এর মাধ্যমে ঘরে বসেই নেওয়া যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রত্যেক লেনদেনের পর এসএমএসের মাধ্যমে নোটিফিকেশন পাবেন গ্রাহকরা।
দ্বিমুখী লেনদেন সেবা পেতে প্রথমে গ্রাহককে বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘অ্যাড মানি’ অথবা ‘বিকাশ টু ব্যাংক’ অপশনে ট্যাপ করে ‘ব্যাংক অ্যাকাউন্ট’ অপশনে যেতে হবে। এরপর ‘দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড’ নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য দিয়ে বিকাশের সঙ্গে লিংক করতে হবে।
এছাড়া ‘অ্যাড মানি’ বা নিজের বিকাশে টাকা লেনদেনের জন্য ব্যাংকে নিবন্ধিত মোবাইল নম্বর ও বিকাশ নম্বর একই হতে হবে।
তবে ‘অন্য অ্যাকাউন্ট’- এ ’বিকাশ টু ব্যাংক’ করতে সরাসরি প্রিমিয়ায় ব্যাংক অ্যাকাউন্ট নম্বর টাইপ করলেই চলবে।
অ্যাড মানি’ বা ‘বিকাশ টু ব্যাংক’ উভয় ক্ষেত্রেই বাংলাদেশ ব্যাংক নির্ধারিত লিমিট প্রযোজ্য হবে।
এদিকে শিগগিরই প্রিমিয়ার ব্যাংকের মোবাইল অ্যাপ ‘পি মানি’ থেকে বিকাশে টাকা নেওয়ার এবং ব্যাংকটির সঙ্গে বিকাশের রেমিটেন্স সেবাও চালু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানা হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের কনসালট্যান্ট এম. শহীদুল ইসলাম, বিকাশের ফাইন্যান্সিয়াল হেড অব ব্যাংকিং পার্টনারশিপ অ্যান্ড অপারেশনস আদনান কবির রকি উপস্থিত ছিলেন।