Published : 12 Nov 2023, 09:11 PM
কর্পোরেট খাতের নেতৃত্বে বিশেষ অবদান রাখায় ‘বাংলাদেশ সি-স্যুট’ পুরস্কার পেয়েছেন বিকাশ কর্মকর্তা কামাল কাদীর ও আলী আহম্মেদ।
রোববার বিকাশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের ব্যবসাখাতের শীর্ষ নির্বাহীদের সম্মাননা জানাতে এ পুরস্কারের আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।
তাতে ‘অনট্রাপ্রেনা অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদীর। আর ‘চিফ কমার্শিয়াল অফিসার অফ দ্য ইয়ার’ হিসেবে পুরস্কার পেয়েছেন কোম্পানিটির চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) আলী আহম্মেদ।