Published : 17 Feb 2024, 08:46 PM
দেশের বিভিন্ন এলাকার জামাই মেলার আদলে এবার মেলা আয়োজন করেছে দেশের অন্যতম চেইন সুপারশপ ‘স্বপ্ন’।
রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি, মিরপুরসহ মোট ৪৮টি আউটলেটে শুক্রবার থেকে শুরু হওয়া এ আয়োজন ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
স্বপ্ন বলছে, প্রতিবছর গাজীপুর, সিলেট, জামালপুর, বগুড়াসহ অনেক অঞ্চলে ঐতিহ্যবাহী এ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। মেলা থেকে বড় বড় মাছ কিনে সেই মাছ জামাইকে খাওয়ানো হয়।
সেই মেলার আদলে স্বপ্নের সংগ্রহে নদীর বড় বাঘাইর, আইড়, বোয়াল, কাতলা, পাঙ্গাস, সামুদ্রিক টুনা, ম্যাকরেলের মতো মাছ থাকছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।