Published : 31 Jan 2023, 10:04 PM
বছরের প্রায় অর্ধেকটা সময় সিম বিক্রির নিষেধাজ্ঞা থাকায় ২০২২ সালে গ্রামীণফোনের মুনাফা ১২ শতাংশ কমেছে।
বছর শেষে দেশের বৃহৎ মোবাইল অপারেটরটির নিট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৯১ কোটি টাকা, যেখানে আগের বছরে এর পরিমাণ ছিল ৩ হাজার ৪১২ কোটি টাকা।
মঙ্গলবার প্রকাশিত আর্থিক বিবরণী অনুযায়ী, গত বছর কোম্পানিটির গ্রাহক ৫ শতাংশ কমে নেমেছে ৭ কোটি ৯১ লাখে। একই সময়ে ইন্টারনেট ব্যবহারকারী ২ দশমিক ২ শতাংশ কমে হয়েছে ৪ কোটি ৩৬ লাখে।
গ্রামীণফোনের প্রধান আর্থিক কর্মকর্তা ইয়েন্স বেকারের বিবৃতিতে মুনাফা কমার ক্ষেত্রে সিম বিক্রির নিষেধাজ্ঞার বিষয়টি উঠে এসেছে।
তিনি বলেন, আগের বছরের তুলনায় কোম্পানির আয় ৫ দশমিক ১ শতাংশ বেড়ে হয়েছে ১৫ হাজার ৪০ কোটি টাকা। কিন্তু ডলারের বাজারের অস্থিরতা এবং আইনগত জটিলতা চতুর্থ প্রান্তিকে মুনাফার উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে।
গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
সিম বিক্রিতে নিষেধাজ্ঞা: গ্রামীণফোনের শেয়ারের দরপতন
নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা আর নেই: গ্রামীণফোন
পাওনা ২৫০০ কোটি টাকা তিন অপারেটরকে দিতেই হবে: বিটিআরসি
দেশের প্রায় অর্ধেক মোবাইল গ্রাহকের অপারেটর গ্রামীণফোনের সেবা ও মান নিয়ে অসন্তুষ্টি থেকে গত জুন মাসে তাদের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ছয় মাস পর চলতি মাসের শুরুতে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
তার পরপরই বিটিআরসি সংবাদ সম্মেলন করে জানায়, স্পেকট্রাম ফি ও লাইসেন্স ফি বাবদ বিটিআরসিকে ২ হাজার ৩৫৫ কোটি টাকা পরিশোধ করতে গ্রামীণফোন, রবি ও বাংলালিংককে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর মধ্যে গ্রামীণফোনের কাছে নিয়ন্ত্রক সংস্থার পাওনা রয়েছে ১১৬৩ দশমিক ৮৫ কোটি টাকা।
সার্বিক পরিস্থিতিতে গত বছরের জন্য ৯৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন।