Published : 04 Jul 2025, 09:14 PM
সদ্য প্রকাশিত ৪৪তম বিসিএস পরীক্ষায় চূড়ান্ত ফলাফল পুনর্মূল্যায়ন ও সরকারি কর্ম কমিশন সংস্কারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ‘পিএসসি সংস্কার আন্দোলন’ নামে একটি প্ল্যাটফর্ম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে একদল শিক্ষার্থী শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে শাহবাগ মোড়ে যান। তাদের অবস্থানের কারণে যানবাহন চলাচল বিঘ্ন ঘটে।
পরে পুলিশ তাদের সরানোর চেষ্টা করলে ধস্তাধস্তি ও হাতাহাতি হয়। পুলিশ তাদের ধাওয়া দিলে বিকাল সাড়ে ৫টার দিকে তারা ছত্রভঙ্গ হয়ে যান। এরপর টিএসসিতে গিয়ে তারা সমাবেশ করেন।
‘৪৪তম বিসিএসের ফলাফল মানি না, মানব না’ স্লোগান দেন আন্দোলনকারীরা।
টিএসসিতে রাজু ভাস্কর্যে সমাবেশে আন্দোলনকারীদের একজন মো. লুৎফুর রহমান নামে বলেন, ৪৪ম বিসিএসের ফলাফল ‘নিশিরাতের ফলাফল’। এবার ফলাফলে ১৬৯০ জনকে ক্যাডার করা হয়েছে। অথচ ৮০০ ক্যাডার রিপিট করা হয়েছে, যা আমাদের জায়গা বঞ্চিত করার শামিল।
“আবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৪৩০টা পদ বাড়ানো হলেও উপদেষ্টার অফিস থেকে তা কোনো এক অদৃশ্য কারণে বাদ দেওয়া হয়েছে।”
আরেক আন্দোলনকারী বলেন, “আমাদের এই বিসিএসের ফাঁদে প্রায় সাড়ে ৪ বছর সময় নষ্ট করা হয়েছে। দুইবার ভাইভা নেওয়া হয়েছে। তবুও সবশেষে দেখলাম, এখানেও এখনো কোনো না কোনো দুর্নীতি হয়েছে। আমরা অবিলম্বে এই ফলাফলের পুর্ণমূল্যায়ন চাই। ‘রিপিট ক্যাডার’ বাতিল চাই।”
সমাবেশে সালেহীন সাহিন নামে এক আন্দোলনকারী কয়েকটি দাবিদাওয়া তুলে ধরেন। সেগুলো না মানলে রাজু ভাস্কর্যে অবস্থানের হুঁশিয়ারি দেন।
দাবিগুলো হল-
>> ৪৪তম বিসিএসে পদ সংখ্যা বৃদ্ধি, চূড়ান্ত ফলাফলের সঙ্গে লিখিত ও ভাইভার নম্বর প্রকাশ করা।
>> চূড়ান্ত ফলাফল দেওয়ার পূর্বে ক্যাডার চয়েস সংশোধনের সুযোগ দেওয়া।
>> একই ক্যাডারে একই ব্যক্তিকে দ্বিতীয়বার সুপারিশ না করা।
>> নন-ক্যাডার বিধিমালা-২০২৩ বাতিল/সংশোধনপূর্বক ভাইভায় উত্তীর্ণ সকল প্রার্থীকে চাকরি দেওয়া।
>> যে সমস্ত প্রার্থীর স্নাতকে পঠিত বিষয়ের বিষয় কোড নেই, তাদেরকেও সঙ্গতিপূর্ণ নন-ক্যাডার পদে আবেদনের সুযোগ দেওয়া।