Published : 24 May 2025, 04:37 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের হত্যার বিচার, ‘নিরাপদ ক্যাম্পাস’ ও ডাকসু নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।
শনিবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনের জড়ো হন সংগঠনটির নেতাকর্মীরা। এরপর তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।
অবস্থান কর্মসূচিতে গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের বলেন, “এতদিন সরকারদলীয় সংগঠনগুলো ক্যাম্পাসে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করেছে। তাই অভ্যুত্থান পরবর্তী সময়ে সবারই স্বপ্ন ছিল যে ডাকসু নির্বাচন হবে। কিন্তু আজ ক্যাম্পাসে সাম্য হত্যাকাণ্ড ঘটে। মেয়েরা শারীরিক নির্যাতনের শিকার হয়। আজ শিক্ষার্থীরের নির্বাচিত প্রতিনিধি থাকলে তাদের নিরাপত্তাহীনতায় থাকত না।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরকে উদ্দেশ করে তিনি বলেন, “ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা নির্বাচন হতে পারে। কিন্তু ডাকসু নির্বাচন হতে পারে না। যদি আপনারা নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও ডাকসু নির্বাচন না দিতে পারেন, তাহলে আপনারা এ আসনের যোগ্য না।”
গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম বলেন, “এই ক্যাম্পাস এখনও নিরাপদ নয়। মাদকাসক্ত, ভবঘুরের ব্যক্তিদের অবাধ বিচরণের পাশাপাশি নারীরা হেনস্তার শিকার হচ্ছেন। আজ ১১ দিন পার হলেও প্রশাসন সাম্য হত্যার বিচার নিশ্চিত করতে পারে নাই।”
তিনি বলেন, “একটা গোষ্ঠীকে দেখতে পাই সবসময় দলীয় স্বার্থে ডাকসুর বিরোধিতা করছে। আমরা চাই দ্রুত সময়ে ডাকসু নির্বাচন কমিশন ও তফসিল ঘোষণা করা হোক।”