Published : 17 May 2025, 11:04 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনা এক সপ্তাহের মধ্যে তদন্ত করে পুলিশ অভিযোগপত্র দিতে পারবে বলে আশা করছেন ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানের সঙ্গে আলোচনার সাংবাদিকদের তিনি বলেন, “তদন্ত একটি জটিল কাজ। আমরা আশা করছি, এক সপ্তাহের মধ্যে এই ঘটনা উদঘাটিত হবে।
“তারপর আমরা চার্জশিট দিয়ে এই অপরাধের দ্রুততম সময়ে বিচারের জন্য বিশেষ ট্রাইবুনালে পাঠিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য সব ব্যবস্থা নেব।”
ডিএমপি কমিশনার বলেন, দ্রুত বিচারের একটি উদাহরণ আপনারা আজ দেখেছেন। মাগুরার আছিয়ার ধর্ষণের ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার শেষে আজকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে।
সাম্য হত্যা ঘটনা তুলে ধরে তিনি বলেন, “গভীর রাতে এ ধরনের একটি ঘটনা ঘটেছে। যারা জড়িত, তারা আহত ছিল। বিভিন্ন হাসপাতাল থেকে আমরা তাদের আটক করেছি। তাদেরকে আদালত রিমান্ড দিয়েছে।
মঙ্গলবার রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক ঘোষণা করেন।
এ ঘটনায় বুধবার সকালে নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।
ঘটনার রাতেই রাজধানীর রাজাবাজারসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার তাদের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
ডিএমপি কমিশনার বলেন, সাম্য হত্যা মামলার পরবর্তী কার্যক্রম সাতদিনে শেষ করে পুলিশের তরফে পূর্ণাঙ্গভাবে জানানো হবে।
তিনি বলেছেন, “আমাদের আন্তরিকতার কমতি নেই। অনেক দূর এগিয়েছি। তবে তদন্তের স্বার্থে অনেক কথা বলতে পারছি না।”
রমনা জোনের ডেপুটি কমিশনার মাসুদ আলম বলেন, “যে তিনজন গ্রেপ্তার হয়েছে আমরা শুধু তাদের কে নিয়েই বসে নেই।”
পুলিশ সব দিক থেকেই কাজ করছে তুলে ধরে ধরে তিনি বলেন, বিভিন্ন স্থানের সিসিটিভি ভিডিও দেখা হচ্ছে। গ্রেপ্তার তিনজনকে রিমান্ডে নেওয়ার পর তাদের কাছ থেকে পাওয়া তথ্য নিবিড়ভাবে খুঁটিয়ে দেখা হবে।
উপাচার্য লাউঞ্জে আলোচনার সময় সেখানে আরও ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক সাইমা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী ও ডিএমপির বিভিন্ন পর্যায়ের কয়েকজন কর্মকর্তা।
আগের খবর:
সাম্য হত্যা: গ্রেপ্তার তিনজন ৬ দিনের রিমান্ডে