Published : 05 Jan 2025, 07:20 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ থেকেই ছাত্রীদের শতভাগ আবাসন নিশ্চিত করার দাবিতে প্রতীকী অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন ক্যাম্পাসের একদল নারী শিক্ষার্থী।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, সোমবার সকাল ১০টায় উপাচার্যের বাসভবনের সামনে এই অনশন শুরু হবে। এতে প্রথম বর্ষের আবাসন বঞ্চিত নারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শামসুন্নাহার হলের শিক্ষার্থী ইসরাত জাহান ইমু বলেন, "গত ২৯ ডিসেম্বর আমরা নারী শিক্ষার্থীরা শতভাগ আবাসনের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিই।
“স্মারকলিপিতে উল্লেক করা অধিকাংশ দাবি পূরণেই প্রশাসন একরকম অপারগতা জানায়। পরে কোষাধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি ছাত্রীদের হলে আসন স্বল্পতা ও গৃহীত মহাপরিকল্পনার বিষয়ে আলোচনা করেন।"
ইসরাত বলেন, "কোষাধ্যক্ষ আমাদের আশ্বস্ত করেন, মহাপরিকল্পনার (মাস্টারপ্ল্যান) আওতায় আগামী তিন বছরের মধ্যে নারী শিক্ষার্থীদের জন্য নতুন হল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
“কিন্তু নতুন হল স্থাপনের আগ পর্যন্ত শিক্ষার্থীদের আবাসন সংকট সমাধানের কোনো অস্থায়ী ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া সম্ভব নয় বলে তিনি হতাশা ব্যক্ত করেন।”
সংবাদ সম্মেলনে বলা হয়, “শিক্ষার্থীদের অর্থ সহায়তার ব্যবস্থা নিলেও প্রশাসন আবাসনের দায়িত্ব নিতে অনিচ্ছুক। আবার অর্থ সহায়তা কবে শিক্ষার্থীদের হাতে পৌঁছবে, সে সম্পর্কেও আমরা কোনো সদুত্তর পাইনি।"
অস্থায়ী আবাসন ও পরবর্তী সময়ে স্থায়ী আবাসন ব্যবস্থা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে মন্তব্য করে ইসরাত বলেন, "ঢাকার বাইরের আসা শিক্ষার্থীরা আবাসনের জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। ক্যাম্পাসের বাইরে অনিরাপদ পরিবেশে নানাভাবে হেনস্তার শিকার হচ্ছে।
“এমন বাস্তবতা উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালিয়ে যাওয়া রীতিমত প্রহসনের শামিল। কাজেই নারী শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা ও অন্যান্য দাবি আদায় করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নারীবান্ধব করে তোলার আগ পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।”