Published : 26 Jun 2024, 06:48 PM
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন রশীদ আহমেদ চৌধুরী।
বুধবার বিশ্ববিদ্যালয়টির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ে আচার্যের অনুমোদনে মঙ্গলবার থেকে আগামী চার বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করা রশীদ আহমেদ চৌধুরী ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ব্যবস্থাপনা এবং ব্যাচেলর অব সায়েন্স ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এমবিএ ডিগ্রি নিয়েছেন। যুক্তরাষ্ট্রের কলেজ অব ইস্টার্ন উটাহ থেকে অ্যাপ্লাইড সায়েন্স ইন মাইনিং টেকনোলজি’র ডিগ্রিও অর্জন করেন।